লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর উদ্যোগে অক্টোবর সার্ভিসের মাসব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেবে ৬ অক্টোবর বুধবার সকাল থেকে চন্দনাইশের মুরাদাবাদ আজিজিয়া মাদ্রসা” প্রাঙ্গনে DTE CAMP, DIABETES TEST, BLOOD GROPING, DRY FOOD DISTRIBUTION, MOSQUITO NET DISTRIBUTION & DENGU AWARENESS PROGRAM অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি লায়ন নাজমুল হুদা এমজেএফ এর সভাপতিত্বে এবং রিজিওন চেয়ার পারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ এর স্পন্সরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন এম. ডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন আবু বকর সিদ্দিকী পিএমজেএফ, গভর্ণর এডভাইজর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কন্সার্ণ জোন চেয়ারপারসন লায়ন এমএন সাফা পিএমজেএফ, মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা আবু তাহের, সম্মানিত অতিথি ছিলেন গভর্ণর এডভাইজর লায়ন একেএম শওকত হাসান খান, রিজিওন চেয়ারপারসন লায়ন একরামুল হক ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মেজবাহ উদ্দিন, ক্লাব সেকন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, ক্লাস সেক্রেটারি লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব ট্রেজারার লায়ন জাহেদ হোসেন, লায়ন মোহাম্মদ শোয়েব। এছাড়া লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সাদমান ও অন্যান্য লিও সদস্যদের আতিথিয়েতায় লিও ডিস্ট্রিক্ট টিমের সভাপতি লিও সাদিফ, আইপিপি লিও ইরফান, সেক্রেটারি লিও শওকত, ট্রেজারার লিও রাফিদ জিএলটি ডিস্ট্রক্ট কোঅর্ডিনেটোর লিও দীপ্ত উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে কার্যক্রম আরও বেগবান করে ।
এ সময় বিভিন্ন সার্ভিস প্রোগ্রাম সহ সাম্প্রতি ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এ থেকে পরিত্রাণের করণীয় সম্পর্কে সামাজিক সচেতনতার অংশ হিসেবে সচেতনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। মাননীয় জেলা গভর্ণর মানবিক অবদান রাখার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর নেতৃবৃন্দের প্রশংসা করেন