বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, মরণাপন্ন বেগম খালেদা জিয়া, তার লিভার পাল্টাতে হবে, হার্টের সমস্যা, আরো বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ও তার আইনমন্ত্রী বলেছেন, তাকে জেলে যেতে হবে। তারপরে আদালতের রায়ে বিদেশে যেতে পারবেন। অথচ বিজ্ঞ আইনজীবীরা বলেছেন, তাকে জেলে যেতে হবে না। তিনি এমনি বিদেশে যেতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী বিজ্ঞ আইনজীবীদের কথাও শোনেন না!
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে মহিলা নেত্রী শাহানা আকতার শানু, পারভীন আক্তার, রুমা আকতার, শাহিনুর নার্গিস, নায়েবা ইউসুফ, রুনা লায়লা, মমতাজ বেগমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।