মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মী রুমন হত্যকান্ড
মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি সমর্থিতদের হামলায় ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন রুমন নিহতের ঘটনায় নিহতের মা খালেদা আক্তার বাদি হয়ে স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করা হয়। পুলিশ জানায়, হামলার ঘটনার পরপর শুক্রবার সন্ধ্যায় ৫ ব্যক্তিকে আটক করা হয়েছিলো। তাদের মধ্যে একজন ঘটনায় জড়িত না থাকার প্রমাণ মেলায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি চারজনকে মামলায় অর্ন্তভূক্ত করে মোট ১৫ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত রুমনের মা খালেদা আক্তার। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহত রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’ শনিবার (৩০সেপ্টেম্বর) বাদ আছর নিহত রুমনের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার নাগাদ চট্টগ্রামের মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় বিএনপি সমর্থিতদের বাড়ির আঘাতে নিহত হন কিশোর রায়হান হোসেন রুমন। এ ঘটনায় আহত হন ছাত্রলীগ-যুবলীগের আরো ৫ নেতাকর্মী। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে গুরুতর অবস্থায় ঢাকা ট্রমা সেন্টার এন্ড অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।