যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে কোনো দেশের সরকারের ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) মিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ দাবি জানান।
হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র বহু দেশের ওপর ভিসা নীতি কার্যকর করেছে। তারা নাইজেরিয়ার ওপর ভিসা নীতি কার্যকর করেছে, তাদের সরকারের কিছু হয়নি। কম্বোডিয়ার ওপর কার্যকর করেছে, সেখানকার সরকারের কিছু হয়নি। উগান্ডার ওপরও তারা ভিসা নীতি কার্যকর করেছে, সরকারের কিছু হয়নি। কিউবার ওপর ৫০ বছরের বেশি সময় ধরে ভিসা নীতি কার্যকর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১০০ মাইল দূরে কিউবার কিছু হয়নি। সুতরাং এই ভিসা নীতি নিয়ে এত মাতামাতির কোনো কারণ নাই।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো এবং তা উত্তরোত্তর ঘনিষ্ঠ হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, জো বাইডেন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন এবং নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। জো বাইডেন সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্কেও ছবি তুলেছেন, ছবিই কথা বলে। আমরা ভিসা নীতি নিয়ে মাথা ঘামাই না।’
বিএনপি নেতারাই ভিসা নীতির কবলে পড়েছেন দাবি করে তিনি আরও বলেন, ফখরুল সাহেব বলেছেন যে, ভিসা নীতিতে তাদের আন্দোলন বেগবান হয়েছে। কিন্তু ভিসা নীতিতে বলা হয়েছে, যারা নির্বাচনে বাধা দেবে, তাদের ওপর এই নীতি প্রয়োগ হবে। আর যাদের ওপর ইতোমধ্যেই ভিসা নীতি কার্যকর হয়েছে তাদের মধ্যে বিরোধী দলের নেতারাও আছেন।