সাতকানিয়া উপজেলায় মূল্য তালিকা না থাকা, ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রি এবং লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার মরফলা ও মক্তিয়ারকুম এলাকায় ও অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেসার্স আরমান স্টোরের মালিককে ২ হাজার টাকা, মৌলভী ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের আওতায় মক্তিয়ারকুম এলাকার হাসান করাতকলের মালিককে ৫ হাজার টাকাসহ ৩টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, নানা অপরাধে সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।