মোঃ নজরুল ইসলাৃ লাভলু, কাপ্তাই: ৮ ফুট দৈঘ্য এবং ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতে কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত বুধবার সকালে রাঙামাটি জেলাধীন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মাঠের পাশের ঝোপের মধ্য থেকে এই বিরল প্রজাতির অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ সাইফুল। পরবর্তীতে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সহযোগিতায় রাঙামাটি বনবিভাগের কাছে অজগর হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ৬ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যের এবং ওজন ৪ কেজি ওজনের একটি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এনিয়ে গত ১০ মাসে উদ্ধার করা বিরল প্রজাতির ২টি বানর, ৮টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও ২টি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
৮ ফুট দৈর্ঘ্য এবং ১০ কেজি ওজন, কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন