শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃককানুপুর, জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের সুড়ঙ্গা, পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের মিডপয়েন্ট রিসোর্ট সেন্টার, পশ্চিম রাউজান ফকির তকিয়া পাড়া, ফরেষ্ট অফিস সংগ্লন্ন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর মিশ্র ফলের বাগান, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেনের মিশ্র ফলের বাগান, ৭নং রাউজান ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়া,নাতোয়ান বাগিচা, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, পুর্ব গুজরা ইউয়িনের বড়ঠাকুর পাড়া কাঠাল ভাঙ্গা খালের পাড়ে চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদের মিশ্র॥ ফলের বাগান, হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতয়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ সংগ্লন্ন ঈছা খা দিঘীর পাড় এলাকায় ২৫ হেক্টর জমিতে মাল্টা বাগানের চাষাবাদ করা হয় । ২৫ হেক্টর জমিতে এবৎসর ২শত মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে । উৎপাদিত মাল্টা প্রতিদিন বাগান থেকে ফল ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে রাউজানের হাট বাজারে ষ্টেশনে প্রতি কেজি ২শত টাকা করে বিক্রয় করছে। রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়া এলাকার কৃষক প্রেমতোষ বড়ুয়া বলেন, ২ একর জমিতে গত ৬বৎসর পুর্বে মাল্টা বাগান করি। মাল্টা বাগানে কোন রাসায়নিক সার ব্যবহার করেনি । জৈব সার দিয়ে বিষমুক্ত মাল্টা উৎ’পাদন করে আসছি। কয়েক বৎসর উৎপাদন ভাল হলে ও এ বৎসর বর্ষার মৌসুমে বৃষ্টি না হওয়ায় ও বর্ষার মৌসুম শেষে ভারী বর্ষন হওয়ায় মাল্টা উৎপাদন কম হয়েছে । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজানে ২৫ হেক্টর জমিতে মাল্টা বাগানের চাষাবাদ করা হয়েছে । ২৫ হেক্টর মাল্টা বাগান থেকে ২শত মেট্রিক টন মাল্টা উৃৎপাদন হবে বলে আশা করছি ।
রাউজানে ২৫ হেক্টর জমিতে ২শত মেট্রিক টন মাল্টা উৎপাদন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন