শফিউল আলম, রাউজানঃ আওয়ামী লীগ সরকার দরিদ্র অসহায় মানুষের কল্যানে কাজ করেছেন সাধারন মানুষের কল্যানে কাজ করতে আবারো আওয়ামী লীগকে জয়ী করতে হবে মন্তব্য করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারা দেশের মতো রাউজানে ও বয়স্ক ভাতা, প্রতিবন্দ্বী ভাতা, বিধাব ভাতা, মাতৃত্বভাতা, ক্যান্সার রোগ সহ জঠিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি, মুক্তিযোদ্বা ভাতা প্রদান করেছে । এছাড়া রাউজানে ১০৮৯ টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করে ভুমিহীন পরিবারের সদস্যদের পুনঃবাসন করেছেন । কদলপুরে ২শত ৮৯টি ভুমিহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের মধ্যে পুনঃবাসন করেছেন । ৭৭ কোটি টাকা ব্যায়ে হাফেজ বজুলুর রহমান সড়কের উন্নয়ন কাজ করা হয়েছে । কদলপুর স্কুল এন্ড কলেজ, কদলপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়, কদলপুর হমিদিয়া কামিল মার্দ্রাসা সহ শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ করা হয়েছে । এছাড়া ও কদলপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এর উন্নয়ন কাজ করা হয়েছে । আওয়ামী লীগ সরকারের শাসন আমলে রাউজানের সাধারন মানুষকে নিরাপদ ও শান্তিতে রেখেছি । রাউজানের উন্নয়ন ও সাধারন মানুষের কল্যানে কাজ করতে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে । গতকাল ৮ সে্প্টম্বর শুক্রবার সকালে রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারী ভাতাবোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত ভাতাভোগীদের সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ওসি আবদুল্ল্র্হ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইরফান আহম্মদ চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাহাবু চৌধুরী, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও কদলপুর ইউনিয়নের মেম্বার গণ।
ছবির ক্যাপশনঃ রাউজান পৌরসভা এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে টুনামেন্টের উদ্বোধন করছেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি
রাউজান পৌরসভা এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
রাউজান পৌরসভার ব্যবস্থাপনা রাউজান সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে রাউজান পৌর এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে এই এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো: আলমগীর, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। পৌর কাউন্সিলর গণের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব বশির উদ্দিন খান, কাজী ইকবাল, আলমগীর আলী, এড. সমীর দাশগুপ্ত, শওকত হাসান, জানে আলম জনি,এড. দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি,জেবুন্নেছা, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেন ডাবুয়া ইউনাইটেড বনাম ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাব। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, এ টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১ ভরি স্বর্ণসহ নানা পুরস্কার। রানার্স আপ যারা হবে তাদের দেয়া হবে আধা ভরি স্বর্ণসহ অন্যান্য পুরস্কার।