৬ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফের) অন্তর্ভুক্ত ফুটবল একাডেমির চট্টগ্রাম শেখ রাসেল এনএইচটি হোল্ডিং লিমিটেড অনুর্ধ-১৩ ফুটবল লিগ-২০২৩ইং এ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া আবদুস সোবহান ফুটবল দল – আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায়। আঃ সোবহান ফুটবল দল আজ বিকেলে সিডিএফ আয়োজিত এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-০ গোলে আনোয়ারা উপজেলা ফুটবল একাডেমি কে পরাজিত করে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জয়ী দলের কোচ আবুল কালাম বাবুল এই বিজয়ের জন্য সকল ফুটবলারদের ভূয়াসী প্রসংশা করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক এবং চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। সিডিএফ সভাপতি এস এম শহীদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, ফুটবল সম্পাদক মোঃ শাহজাহান মজুমদার, সাবেক ফুটবলার নজরুল ইসলাম লেদু, মোঃ ইউসুফ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা ও পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশীদ,সিজেকেএস কাউন্সিলর মোঃ নাছির মিয়া, সালাউদ্দিন জাহেদ, রায়হান উদ্দিন রুবেল সহ বিভিন্ন একাডেমির পরিচালক গণ।
চট্টগ্রামে প্রথম একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া আঃ সোবহান ফুটবল দল

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন