চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন রুবেল (৩০) ধলঘাট ইউনিয়নর ৮ নম্বর ওয়াডের আবদুল মালেক সওদাগরের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে জমিতে কৃষিকাজ করতে যাওয়ার পথেই একটি মুরগির খামারের পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন এ ঘটনায় তারা কোনো ধরনের অভিযোগ করবে না। তাই লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হচ্ছে।’