কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালব উপলক্ষে কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১০টায় উপজেলা বিএনপি’র শী লছড়ি অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইয়াছিন মামুন। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সিনিয়র যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথাইমং মারমা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, উপজেলা যুবদল আহবায়ক জাহেদুল ইসলাম, সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় বক্তরা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এসময় উপজেলার ৫ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা, কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন