চট্টগ্রাম নাগরিক ফোরামের বিশাল মানববন্ধন
“আজ বিকালে কর্ণফুলীর কালুরঘাট সেতুর বোয়ালখালীর পাড়ে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, বারবার মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি এখনো পূরণ না হওয়ার ঘটনা বাংলাদেশে আর কোথাও ঘটেনি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশের সব অঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। যেখানেই তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সবই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কতৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। দুর্ভাগ্য বশত আজ পর্যন্ত একযুগ আগে প্রতিশ্রুত কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু না হওয়ায় চট্টগ্রামবাসী নিজেদেরকে অতীতের সরকারগুলোর আমলের মতো অবহেলিত ও ভাগ্যবিড়ম্বিত মনে করছেন। এ বিষয়ে জরুরি ঘোষণা না দিলে আগামী সংসদ নির্বাচনের সময় এটি একটি কঠিন ইস্যু হয়ে
দাঁড়াতে পারে। ব্যারিস্টার মনোয়ার প্রশ্ন করেন – আগামী নির্বাচনে চট্টগ্রামের সংশ্লিষ্ট আসন গুলোতে সরকার দলীয় প্রার্থীরা জনগণের কাছে কিভাবে ভোট চাইবেন? মাননীয় প্রধানমন্ত্রী এক যুগ আগে আপনারই প্রতিশ্রুত কালুরঘাট নতুন সেতুর সুস্পষ্ট ঘোষণা দিন যাতে করে জনগণ দলমত নির্বিশেষে আপনার মনোনীত প্রার্থীকেই ভোট দেবেন । তিনি এসব বিষয় বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে প্রকল্প মন্ত্রী সভায় এবং একনেকে পাস করিয়ে নির্মাণ কাজ দ্রুত শুরুর তারিখ ঘোষনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন।
এছাড়া বক্তারা বর্তমানে পুরাতন কালুরঘাট সেতু মেরামতের সময়কালে যাতায়াতের জন্য ফেরী ব্যবস্থাকে অপর্যাপ্ত এবং অব্যবস্থাপনার ভরা বলে উল্লেখ করেন । তাঁরা জনসাধারণের এতে অবর্ণনীয় কষ্ট হচ্ছে বলে জানান এবং ২৪ ঘন্টা ফেরী চালু রাখতে দাবী জানান। তবে পুরনো সেতুটি মেরামতের পর চালু হলেও জনজীবনের সমস্যার সমাধান হবে না তাই , এটি নতুন সেতু নির্মাণের বিকল্প হতে পারে না ।
মানববন্ধন চলাকালে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন যথাক্রমে বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, সাংবাদিক লোকমান হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানসুর আলম, বোয়ালখালী উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আকতার হোসেন, মোহরা থানা শাখার সভাপতি আব্দুল কাদের, বোয়ালখালী প্রেস ক্লাবের সিরাজুল ইসলাম, মোদাচ্ছের হোসেন, বন্দর শ্রমিক লীগের সভাপতি মো. ফোরকান, গাউছিয়া কমিটি বোয়ালখালী শাখা সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফ্রী ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক কে. এম শহিদুল্লাহ ।