শফিউল আলম, রাউজানঃ
দুপুরে শিক্ষার্থীদের কাছ থেকে অপচনশীল আবর্জনা ক্রয়, বিকালে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে পরিবেশবান্ধব কর্মসূচী পালন করেন তিনি। পৌর কর্তৃপক্ষ জানায়, দুপুরে রাউজান ব্যরিস্টার সুরেশ বিদ্যায়তনের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বস্তা ২০০ টাকা করে ৫০ বস্তা অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হয়। এরপর রাউজান পৌরসভার জলিল নগর, মুন্সিরঘাটা, ফকিরহাট বাজারে অবৈধস্থাপনা উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন মেয়র। মেয়রের উপস্থিতিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ যারা আবর্জনা ফেলেছেন তারা নিজেরাই নিজেদের আবর্জনা কুড়িয়ে পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিনে রাখেন। এসময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় মেয়র’র সঙ্গে ছিলেন আওয়ামীলীগ নেতা নুরুল আলম রহিম, রাউজান উপজেলা যুবলীগ নেতা মো. রাশেদ, নুর আকাইদ সাজ্জাদ, পৌরছাত্রলীগ নেতা মো. আসিফ, সবুজ দে ভানু, মো. ইকবাল, তানভীর চৌধুরী, ব্যবসায়ী নেতা সাদিকুজ্জামান শফি প্রমূখ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সংসদ সদস্য, রাউজানবাসীর অভিভাবক পিংক, ক্লিন ও গ্রীণ রাউজানের স্বপ্নদষ্ট্রা এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়ের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, অপচনশীল আর্জনা ক্রয় ও সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আবর্জনা ক্রয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর মেয়র

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন