জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬ আগস্ট চট্টগ্রাম মহানগরীর চানগাঁও এর হাজীর পুল এলাকায় আলোচনা সভা ও রান্না করা খাবার বিতরণ এর আয়োজন করা হয়।
মহানগরীর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রধান আলোচক ছিলেন ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এমরান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী।
উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন, চান্দগাও থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হায়দার, পাচলাইশ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজ, ছাত্রলীগ নেতা তাহসিন, মিজানসহ আরো অনেকে।
এ সময় বক্তরা বলেন বলেন, ১৯৭৫ সালের এদিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা।
তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আজ ১৫ আগস্ট জাতীয় শোকের দিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। প্রতি বছরের ন্যায় এবার ও জাতীয় শোক দিবস উপলক্ষে গবিব ও দুস্থদের জন্য কিছু করতে পেরেছি এটাই আমার সার্থকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে আজীবন কাজ করার শপথ গ্রহণ করছি।