চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে বাবা এবং ৭ মাস বয়সী মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন স্ত্রী ও আরেক সন্তান
সাত সকালে পাহাড় ধসে ৭ মাসের মেয়ে ও বাবা নিহত
রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহতরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আই ডাব্লিউ কলোনির একটি বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন হতাহত হন।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গেলে বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনের চিকিৎসা চলছে।