পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত জেলায় নতুন করে আরও ১৮৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটা ছিল এই মৌসুমের জেলার সর্বোচ্চ রেকর্ড।
এর আগে বুধবার (২৬ জুলাই) ১৭৪ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়।
এ দিকে ডেঙ্গু রোগীর চাপে তিল পরিমাণ ঠাঁই নেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৫৯ রোগী ভর্তি হয়েছেন। অন্যরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলায় মোট আক্রান্ত ৭৮৫ জন।
সদর উপজেলা থেকে আসা রুমা আক্তার বলেন, আমার স্বামী কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। তার প্রথমে ডেঙ্গু হয়েছে পরে আমারও হয়েছে। গ্রামে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী।
পটুয়াখালীর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পটুয়াখালী শহরে আগে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও তাতে কোনো কাজ হয় না। যে স্প্রে করে তাতে শুধু ধোঁয়া বেড় হয়; মশা মরে না।
পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, দিন দিন আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা রোগীতের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এতো বেশি রোগী আসছে আমাদের বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।