আলজেরিয়ায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে কমপক্ষে ৩৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১৫ শ কিলোমিটার দক্ষিণে তামানসারেতে শহরে বুধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর বাসে আগুন লেগে যাওয়ায় ৩৪ জন পুড়ে মারা যান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।