রাউজানের প্রবাস ফেরৎ আবদুল কাদেরের ঘরে দুর্ধষ চুরির ঘটনার এক মাস ৮দিন অতিবাহিত হলে ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজানের এয়াসিননগর এলাকায় প্রবাস ফেরত আবদুল কাদেরের স্বর্ণলংকার সহ অর্ধকেটি টাকার মালামাল চুরির ঘটনার এক মাস ৮দিন অতিবাহিত হলে ও চুরির ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ । ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি । রাউজান উপজেলার ১নং! হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এয়াসিন নগর এলাকার প্রবাস ফেরৎ আবদুল কাদেরের পাকাভবন এয়াসিন নগর এলাকার এয়াসিন শাহ সড়কের পাশে । প্রবাস ফেরৎ আবদুল কাদেরের পাকা ভবনের দুশত গজ দুরে হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলামের বাসভবন। চারশত গজ দুরে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুলের বাসভবন । এয়াসিন নগর এলাকার আজিজজুল হকের পুত্র প্রবাস ফেরৎ আবদুল কাদের গত ১১ জুন রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক এলাকায় তার আত্বিয় বাড়ীতে পরিবারের সকল সদস্যকে নিয়ে বিয়ের অনুষ্টানে যায় । ঐদিন রাতে প্রবাস ফেরৎ আবদুল কাদেরের পাকা ভবনের সামনে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে দুবৃত্তদলের সদস্যরা ভেতরে প্রবেশ করেন । দুবৃত্তদলের সদস্যরা পাকা ভবনের দরজার তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করে ঘরের আলমিরা ভেঙ্গে আলমিরায় রক্ষিত স্বর্ণলংকার ও টাকা চুরি করে নিয়ে যায় । দুবৃত্তদলের সদস্যরা পাকা ভবনে থাকা লোহার সিন্দুক নিয়ে যায় । প্রবাস ফেরৎ আবদুল কাদেরের পাকা ভবনের গেইটে ও ঘরের দরজায় সি, সি ক্যমরা থাকলে ও দুবৃত্ত দলের সদস্যরা ঘরের মধ্যে থাকা সি, সি, ক্যমরার মনিটার নিয়ে যায় । প্রবাস ফেরৎ আবদুল কাদের পরিবার পরিজন নিয়ে বিয়ে বাড়ী থেকে এসে ঘরের চুরির ঘটনা দেখে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিদের ঘটনার বিষয়ে জানিয়ে রাউজান থানা পুলিশকে অবহিত করেন । পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনার বিষয়ে প্রবাস ফেরৎ আবদুল কাদের বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে । চুরির ঘটনার ব্যাপারে মামলা করার পর রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন সহ পুুিলশ ঘটনাস্থল পরির্দর্শন করেন । ঘটনার এক মাস ৮দিন অতিবাহিত হলে ও পুলিশ চুরির ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি । মামলার বাদী আবদুল কাদের বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি । এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা চিকদাইর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই, মোতাবির হোসেনকে ফোন করে জানতে চাইলে, তদন্তকারী কর্মকর্তা মোতাবির হোসেন বলেন, চুরির ঘটনার মামলা তদন্ত করে কোন রহস্য উদঘাটন করতে পারেনি। মামলার বাদী আবদুল কাদের মামলাটি তদন্তের জন্যকে তদন্ত করার জন্য আবেদন করায় মামলাটি (পি, বি, আই) পুলিশ ব্যুরো ইনভিগেষ্টেন কতৃক তদন্ত করার জন্য আবেদন করে আদালতে । আদালত এ ব্যাপারে মামলার কাগজ পত্র (পি,বি,আই) পুলিশ ব্যুরো ইনভিগেষ্টেনকে বুঝিয়ে দিতে আমার কাছে চিঠি দিয়েছেন । এখনো মামলার কাগজ পত্র (পি,বি,আই) পুলিশ ব্যুরো ইনভিগেষ্টেনকে হস্তান্তর করা হয়নি । এ ব্যাপারে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম বলেন, প্রবাস ফেরৎ আবদুল কাদেরের ঘরের দুর্ধষ চুরির ঘটনার সাথে জড়িতরা যে হউক না কেন তাদের গ্রেফতার পুর্বক ঘটনার রহস্য উদঘাটন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে ।