চট্টগ্রামে বিএনপির পদযাত্রার আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট চুরির কথা ভুলে যান। ডিসি-ইউএনওদের দিয়ে প্রশাসন সাজিয়ে কাজ হবে না। সংবিধান ভুলে যান। নির্বাচনের পরও সংবিধান সংশোধন করা যাবে। পরিস্কার বলতে চাই, এবার দেশে আর্ন্তজাতিকমানের নির্বাচন হতে হবে।’ এ সময় সুশৃঙ্খলভাবে আন্দোলন করায় বিএনপি এ পর্যন্ত আসতে পেরেছে। দেখুন আজ লাখো জনতা পদযাত্রায় যোগ দিয়ে রাস্তায় নেমেছে। পদযাত্রায় যোগ দিয়ে তারা শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজিয়ে দিবে ।’ বুধবার ( ১৯ জুলাই) চট্টগ্রামে বিএনপির পদযাত্রার আগে কাজির দেউড়িতে নুর আহম্মেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, লক্ষীপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জে আক্রমণ করা হয়েছে। ফেনীতে লাখ লাখ জনগণের ওপর আক্রমণ করা হয়েছে। তবুও আমরা সহিংসতার দিকে যাইনি। জনতা আমাদের সঙ্গে আছে। তারা আওয়ামী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী, কিছু লুটেরা ব্যবসায়ীদের ওপর নির্ভর করে।’ শেখ হাসিনা যদি ভালোয় ভালোয় বিদায় না নেন, তাহলে আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে তাকে বিদায় নিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। বিএনপির আন্দোলন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল সুশৃঙ্খল ছিল। তাই শেখ হাসিনা এখন বিপদে আছে। তাকে বিদায় করতে হলে আন্দোলনের সফল পরিসমাপ্তির জন্য এই ধারা অব্যাহত রাখতে হবে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ এইদেশে আবার গনতন্ত্র ফিরিয়ে আনবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় পদযাত্রা শুরু । পদযাত্রাটি নগরীর নূর আহমদ সড়ক হয়ে লাভ লেইন, এনায়েত বাজার, জুবলি রোড, এনায়েত বাজার, আমতল, রিয়াজুদ্দিন বাজার নিউ মার্কেট স্টেশন রোড়, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে পদযাত্রা শেষ হয়। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও এসএম ফজলুল হক, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএএম নাজিম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।