ক্রাইমিয়া সেতুতে হামলার একদিনের মাথায়ই এর প্রতিশোধ নিয়ে নিলো রাশিয়া। সোমবার দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের একাধিক নৌঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকেই পানি দিয়ে চলতে পারে এমন বিস্ফোরকবাহী ড্রোন পরিচালনা করতো ইউক্রেন। রোববার রাশিয়ার ক্রাইমিয়া সেতুতে এমনই এক ড্রোন হামলা চালানো হয়। এর একদিনের মাথায়ই পাল্টা হামলা চালিয়ে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করে দেয় রাশিয়া।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে হামলার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ক্রাইমিয়া সেতুতে হামলার জবাবেই এই মিসাইল হামলা চালানো হয়েছে। ইউক্রেনের ওই হামলায় দুই বেসামরিক রাশিয়ান নিহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতভর তারা কৃষ্ণসাগর থেকে ইউক্রেনের বিভিন্ন সামরিক অবস্থানে মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের যেসব ঘাঁটি থেকে এসব ড্রোন পরিচালনা করা হয় এবং ওডেসার যে ঘাঁটিতে এসব ড্রোন তৈরি করা হয়, সেসব গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া ওডেসা এবং নিকোলায়েভ অঞ্চলেও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ৭০ হাজার টন জ্বালানীর একটি মজুদ ধ্বংস হয়েছে রাশিয়ার মিসাইল হামলায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের ছোঁড়া সবগুলো মিসাইল টার্গেটে আঘাত হেনেছে।