ফেনীতে বিএনপির পদযাত্রায় পুলিশ, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এখনো চলছে। জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রাটি শুরু হয়ে ফেনী শহরের ট্রাং রোড পার হয়ে জহুরিয়া মসজিদের সামনে এলে সেখানে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চড়াও হলে পুলিশের সাথেও সংঘর্ষ বেঁধে যায়। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফেনী শহর। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশের এক সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে বিএনপি নেতাকর্মীদের ছত্রছঙ্গ করতে পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল ও কাদানে গ্যাস ছোড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো থেমে থেমে সংঘর্ষে চলছে। পুলিশ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।