বুড়িগঙ্গায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিন লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াটার বাসটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল। বিআইডব্লিউটিসির মালিকানাধীন ওয়াটার বাসটি সদরঘাট থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জে যাত্রী পারাপারে নিয়োজিত ছিল। ওয়াটার বাসে চলাচল করা যাত্রীদের অভিযোগ সিটের চাইতেও ২ থেকে ৩ গুণ অতিরিক্ত যাত্রী বহন করা হতো। কোনো লাইফ জ্যাকেট ছিল না। স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ করেছেন। ওয়াটার বাসডুবির ৫ ঘণ্টা পরও তা উদ্ধার করা যায়নি। রাত দুইটা পর্যন্ত উদ্ধার কার্যে নিয়োজিত ফায়ার সার্ভিস ৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৩ জন নিহত ও ৫ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার কাজ ধীরগতির অভিযোগ করেছেন উপস্থিত স্বজনরা।
নিখোঁজ সায়মনের মা-সহ বহু স্বজনদের কান্নায় আকাশ বাতাশ ভাড়ি হয়ে উঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জের তৈল ঘাট এলাকার বাসিন্দা সায়মনের মা বলেন, আমার ছেলে ওয়াটার বাসে উঠার পর ফোন দিয়েছিল। এখন ফোন বন্ধ পাচ্ছি। আমার ছেলে এই ওয়াটার বাসেই আছে। আপনারা আমার বাবারে বাঁচান।
উদ্ধার কাজে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করছেন উপস্থিত অনেকেই। তারা বলেন, ৫ ঘন্টাতেও একটি ছোট্ট ওয়াটার বাস উদ্ধার করা গেলো না। তারা যদি জনগণের সাহায্য নিত তাহলে এতক্ষণে উঠানো সম্ভব হতো। তবে উদ্ধার কাজে নিয়োজিত কর্তৃপক্ষের দাবি, তারা সাধ্যমতো দ্রুত ওয়াটার বাসটি উঠানোর চেষ্টা করছেন। এ ঘটনায় নিহতরা হলেন আলিফ (১৪), মো. ফাহিম (২৫) ও অজ্ঞনামা পুরুষ (৫০)। আহতরা হলেন, মোছা. সামিরা আক্তার (১৫), মো. মনসুর আলী (৩৮), মোছা. মিমি আক্তার (১৯)। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার একটু পরে রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস ৭০-৮০ জন যাত্রী নিয়ে ডুবে যায়। যাত্রীদের অভিযোগ, ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পারাপার করেন ওয়াটার বাস পরিচালনায় নিয়োজিত ঠিকাদার। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ওয়াটার বাসের ঠিকাদার ঢাকা জেলা স্বেচ্ছা সেবক লীগের সহসভাপতি ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার শেখ মো. মনির হোসেন। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে তদারকি না করায় ঠিকাদার তার খেয়ালখুশি মতো অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করেন।
খেয়াঘাটের মাঝিরা বলেন, শনিবার রাত ৮ টার একটু পরে এ দুর্ঘটনা ঘটে। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ওয়াটার বাসের ভিতরে থাকা যাত্রীরা উঠতে পারেনি বলে জানায় বেঁচে যাওয়া যাত্রীরা।
সদরঘাট নৌ থানার ওসি শফিকুর রহমান বলেন, ওয়াটার বাসটি সদরঘাট থেকে কালীগঞ্জের তেলঘাট যাওয়ার সময় বালুবাহী বাল্কহেড এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ওয়াটার বাসটি ঘটনাস্থলেই ডুবে যায়।