শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজানে সড়কের উপর রাখা বিকল ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জয় চৌধুরী (৩২) ও অন্তু তালুকদার (২৮) নামে দুই মামাতো ফুফাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১৩ জুলাই বৃহস্পতিবার দিাবাগত রাত ৯ টার সময়ে বিয়ের অনুষ্ঠানের মুরগী কিনতে বের হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বৈজ্জাখালী গেইট সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারান। বিয়ের আনন্দ মুহুর্তেই বিষাদে পরিণত হয়। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাদের স্বজন সুমন বলেছেন, আজ আমার মাসিতো ভাই, মাইজ্জে মিয়ার ঘাটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ^াসের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। তারা দুইজন মোটরসাইকেল নিয়ে মুরগী কিনতে বের হয়েছিলেন। জয় ও অন্তু দুইজন মোটরসাইকেল যোগে মুরগীর দোকানে যাওয়ার পথে সড়কের উপর দাড়িয়ে থাকা একটি নষ্ট ট্রাকের সঙ্গে থাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক প্রথমে জয়কে, পরে অন্তুকে মৃত ঘোষণা করে। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশ নুরুন বলেন দুইজন ঘটনাস্থলে মারা যান। তারপরও পুলিশ ও স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মীয়ের বিয়েতে এসে মুরগী কিনতে বের হন। পরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বৈজ্জাখালী গেইট সংলগ্ন এলাকায় বিকল ট্রাকের (চট্টমেট্রো- ট- ১১-৮১১০) সঙ্গে মোটর সাইকেলের (ঢাকা মেট্রো ল ২০-৮৮২১) ধাক্কা লেগে দুজনের মধ্যে জয় চৌধুরী গুরুতর আহত হন। পরে রাত ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত জয় চৌধুরী বোয়ালখালী গোমদন্ডরী মন্টু চৌধুরী ছেলে ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী। আর অন্তু চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দৌলন তালুকদারের ছেলে। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।
রাউজানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন