বাগে পেয়েও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সেই ভুল করেনি নিগার সুলতানা জ্যোতির দল। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল ভারতই। তবে জয় দিয়ে শেষটা রাঙালো টাইগ্রেসরা। আজ (বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে ১-২ এ সিরিজ শেষ করলো বাংলাদেশ।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউর। তবে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে মাত্রই ১০২ রান করতে সমর্থ হয় শক্তিধর ভারত। লেগস্পিনার রাবেয়া খান তিন ও অফিস্পিনার সুলতানা খাতুন নেন দুই উইকেট। জবাবে ১০ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। সর্বোচ্চ ৪২ রান আসে ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে।
সিরিজটাও বাংলাদেশের হতে পারতো।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হেরে যায় জ্যোতিরা। সেদিন ভারতকে ৯৫ রানে আটকে রেখেও ৮ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ।