সম্প্রসারিত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি সাংবাদিক লামা ঘোশেহ’কে (৩০) কমিউনিটি সার্ভিস সহ তিন বছরের স্থগিত সাজা দিয়েছে ইসরাইলি আদালত। তার আইনজীবী বলেছেন, সহিংসতায় উস্তানি দেয়ার জন্য লামার বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়।
আদালতের এমন রায়কে অন্যায় আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিকদের ইউনিয়ন। উল্লেখ্য, ফিলিস্তিনের বিভিন্ন মিডিয়া আউটলেটের একজন ফ্রিল্যান্স রিপোর্টার লামা ঘোশেহ। সেপ্টেম্বরে তাকে আটক করে গৃহবন্দি করা হয়। সহিংসতায় উস্কানি দেয়া ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপের সঙ্গে পরিচিত থাকার অভিযোগ আনা হয়। চার্জশিটে তার পেশাকে একজন সাংবাদিক হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, অনলাইনে তার হাজার হাজার অনুসারী আছেন। তার আইনজীবী মোহাম্মেদ মাহমুদ বলেছেন, লামাকে ৯ মাস কমিউনিটি সার্ভিস করতে নির্দেশ দেয়া হয়েছে।
তিন বছরের স্থগিত সাজা দেয়া হয়েছে। এর অর্থ যদি কোনো রকম নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তাকে আবার গ্রেপ্তার করা হতে পারে। এদিন আদালত তাকে ৪৫০০ শেকল (১২২০ ডলার) জরিমানা করেছে।