নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা ঘোষণার লক্ষ্যে আজ রাজধানী নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশকে ঘিরে গতরাত থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন তারা। সকাল হতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া আশপাশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও ট্রেনে করে দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসছেন। ঢাকায় প্রবেশের পর টার্মিনাল থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন।
ওদিকে বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সকালেই লোকারণ্য নয়াপল্টন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন