চট্টগ্রাম রাঙ্গামাটি মাহসড়ক ও রাউজানের বিভিন্ন এলাকার সড়ক দিয়ে মাদক পাচার চলছে গভীর রাতে মাদক পাচার কালে পুলিশের হাতে ধরা পড়ল মাদক ভর্তি ট্রাক
শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গামাটি মাহসড়ক ও রাউজানের বিভিন্ন এলাকার সড়ক দিয়ে মাদক পাচার চলছে গভীর রাতে মাদক পাচার কালে পুলিশের হাতে ধরা পড়ল মাদক ভর্তি ট্রাক । চট্রগ্রাম রাঙাগামাটি মহাসড়ক, চট্রগ্রাম কাপ্তাই মহাসড়ক, হাফেজ বজলুর রহান সড়ক, শহীদ জাফর সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, নাগেশ্বর গার্ডেন সড়ক, আইলী খীল সড়ক, চানমিয়া চৌধুরী সড়ক, পুর্ব রাউজান সুলতানুল আউলিয়া সড়ক, কদলপুর শমমের পাড়া সড়ক, কালকাতর পাড়া সড়ক, রাউজান রাবার বাগান সড়ক, জগৎপুর আশ্রম সড়ক দিয়ে প্রতিদিন রাউজান উপজেলার সীমান্তবর্তী রাঙ্গামাটি পাহাড়ী এলাকা থেকে পাহাড়ী চেলাই মদ পাচার হয়ে আসছে । পাহাড়ী এলাকা থেকে পাহাড়ী চোলাই মদ বস্তা ভর্তি করে এনে রাউজানের পাহাড়ী এলাকার সীমনায় স্তুপ করে মাদক ব্যবসায়ীরা । রাতেই ট্রাক, সিএনজি অটোরিক্সা, কার ভর্তি করে সড়ক পথে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও রাউজানের বিভিন্ন এলাকায় পাচার করে মাদক পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা । রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি এলাকায় রাঙ্গামাটি জেলার পাহাড়ী এলাকা বস্তা ভর্তি পাহাড়ী চোলাই মদ এনে স্তুপ করে রাখা হয় । রাতেই সিএনজি অটোরিক্সা করে মাদক ব্যবসায়ীরা নিয়ে যায় বলে এলাকার বাসিন্দ্বারা জানান । পাহাড়ী চোলাই মদ কলমপতি রুদ্র পাড়া, কলমপতি, রাউজান পৌরসভার বাইন্যা পুকুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী রাতেই পাহাড়ী চোলাই মদ বিক্রয় করে বলে এলাকার বাসিন্দ্বারা জানান । গতকাল ১০ জুলাই দিবাগত রাত ১ টার সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে রাঙ্গামাটি এলাকা থেকে চট্টগ্রাম অভিমুখি নারায়নগঞ্জ –ট-১১-০০৯৩ নম্বরের একটি ট্রাক যাওয়ার পথে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে চট্টগ্রাম র্ঙ্গাামাটি মহাসড়কের রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেয় । ঐ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক, ট্রাকে থাকা মাদক পাচারকারীরা ট্রাকটি সড়কের উপর রেখে রাতের আধারে পালিয়ে যায় । পুলিশ মাদক ভর্তি ট্রাকটি আটক করে। রাউজান থানার এস আই জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি করে পাহাড়ী চোলাই মদ পাচার করার সময়ে বস্তাভর্তি ১ হাজার ৪০ লিটার পাহাড়ী চোলাই মদ সহ ট্রাকটি আটক করা হয়ে । এব্যাপারে রাউজান থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে । মাদকভর্তি ট্রাকাটি রাউজান থানায় আটক রাখা হয়েছে ।