শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন সড়কের পাশে ও শিক্ষা প্রতিষ্টান, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্টানের আঙ্গিনায় গত ২০১৭ সালে এক ঘন্টায় ৪লাখ ৮৭ হাজার বৃক্ষের চারা রোপন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । ২০১৭ সালে রোপন করা ফলদ গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির আম, জাম, জামরুল, আমলকী, জলপাই, হরিতকি গাছের মধ্যে ফলন এসছে । এছাড়া বনজ গাছগুলো সড়কের পাশে সারি সারি ভাবে সড়কের সৌদয্য সৃষ্টি করেছে । ২০১৭ সালে একঘন্টায় সমগ্র রাউজানে ৪লাখ ৮৭ হাজার গাছের চারা রোপন করায় বন পরিবেশ মন্ত্রনালয় থেকে জাতীয় পুরস্কার লাভ করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী । পরবর্তী চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের সর্তার ঘাট থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত সড়কের মাঝখানের আইল্যান্ডে সারি সারি বিদেশী খেজুর গাছের চারা রোপন করেছেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । এবার আগামী ১৭ জুলাই সোমবার একঘন্টায় রাউজানে ৫লাখ গাছের চারা রোপন করবেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। একঘন্টায় ৫লাখ গাছের চারা রোপন উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, রাউজান পৌরসভা, রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,ধমীয় প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টান প্রস্তুতি সভা করে সড়কের পাশে ও শিক্ষা প্রতিষ্টান ধর্মীয় প্রতিষ্টান, সামাজিক প্রতিষ্টানের আঙ্গিনায় বৃক্ষ রোপন করার জন্য গর্ত খনন কাজ করছেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, আগামী ১৭ জুলাই সোমবার এক ঘন্টায় ৫লাখ বৃক্ষের চারা রোপন করার কার্যক্রম সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । রাউজানের আশ্রয়ন প্রকল্পের আঙ্গিনায় ও সড়কের পাশে রোপন করার জন্য এক লাখ গর্ত খনন করা হয়েছে । গর্ত খনন ও গর্তে সার দেওয়ার কাজ চলছে পুরোদমে ।
রাউজানে এক ঘন্টায় ৫ লাখ গাছের চারা রোপন করা হবে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন