শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার চট্টগ্রাম কাপ্তআই মহাসড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, হফেজ বজলুর রহমান, রাউজান নোয়াপাড়া সড়ক, গশ্চি লাম্বুর হাট সড়ক, পুর্ব গুজরা হোয়ারা পাড়া বড়ঠাকুর পাড়া সড়ক, নোয়াপাড়া কচুখাইন সড়ক, উরকিরচর মদুনা ঘাট থেকে উরকিরচর হাটহাজারী বাড়ীঘোনা সড়ক, কাগতিয়া মাওলানা রুহুল অিিমন সড়ক, গহিরা মোবারকখীল জামতল সড়ক, গহির অদুদিয়া সড়ক, ইছাপুর সড়ক,চিকদাইর সাহেব বাড়ী সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, শহীদ জাফর সড়ক, হলদিয়া ভিলেজ রোড, এয়াসিন শাহ সড়ক, ডাবুয়া হিংগলা রাবার বাগান সড়ক, রায়কিশোরী সড়ক, গনির ঘাট সড়ক, আইলী খীল সড়ক, রশিদর সড়ক, সাহেব বিবি সড়ক, সুলতান আউলিয়া সড়ক, আধার মানিক ডিসি সড়ক, কদলপুর শমশের পাড়া সড়ক সহ রাউজানের বিভিন্ন সড়ক দিয়ে প্রতিদিন শত শত সিএনজি অটোরিক্সা চলাচল করে। সড়ক দিয়ে চলাচল কারী সিএনজি অটোরিক্সার চালকদের মধ্যে অধিকাংশ চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই । নেই সিএনজি অটো রিক্সার কোন লাইসেন্স । ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকেরা সিএনজি অটোরিক্সার চলাচ্ছে অবাধে । লাইসেন্স বিহিন সিএনজি অটোরিক্সা ড্রাইভিং লাইসেন্স বিহিন চালক সড়কে চালানোর ফলে প্রতিনিয়িত রাউজানের বিভিন্ন এলাকায় বাড়ছে দুর্ঘটনা । মারা যাচ্ছে পথচারী, সিএনজি অটোরিক্সার যাত্রী । সিএনজি অটোরিক্সার চালকেরা রাউজান জলিল নগর বাস ষ্টেশন, মুন্সির ঘাটা, গহিরা চৌমুহনী, ফকির হাট বাজার, হলদিয়া আমির হাট, কাগতিয়া বাজার, মগদাই, নোয়াপাড়া পথের হাট, পাহাড়তলী চৌমুহনী, গশ্চি নয়া হাট এলাকায় সড়কের উপর এলোপাতারী ভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় । যানজটের ফলে পথচারী ও যানবাহনের যাত্রীদের চরম দর্ভোগ পোহাতে হয় । গত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী কাতালপীর শাহ মাজারের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সিএনজি অটোরিক্সার যাত্রী দু ভাই রাউজানের কদলপুরের মরহুম কাজী নাদেরউজ্জানের পুত্র কাজী মাওলানা মমতাজুল হক, কাজী আক্কাস উদ্দিন। গত ৯ জুলাই রবিবার সকালে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের পশ্চিম গহিরা ইউনুচ মিয়া চৌধুরীর ঘাটায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় পশ্চিম গহিরা আবুদ্দআর বাড়ী সৈয়দ মোহাম্মদ শফি মারা যায় । চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী কাতালপীর মাহ মাজারের সামনে দুর্ঘটনায় দু ভাই মারা যাওয়ার পর রাউজান থানা পুলিশ মামলা রুজু করে ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক আমিনুর রাসুলকে আটক করে জেল হাজতে প্রেরন করেন রাউজান থানা পুলিশ । সড়কে ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক লাইসেন্স বিহীন সিএনজি অটোরিক্সা চালাচ্ছেন পুলিশকে মাসিক ৫শত টাকা দিয়ে টোকেন নিয়ে সিএনজি অটোরিক্সা চালাচ্ছেন বলে একাধিক সুত্র জানায় । যে সব সিএনজি অটোরিক্সা চালক পুলিশকে মাসোহারা দেয়না প্রতিদিন সড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ তাদের আটক করে উৎকোচ নিয়ে সিএনজি অটোরিক্সা ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া যায় । যে সব সিএনজি অটোরিক্সা উৎকোচ দেয়না তাদেরকে মামলা দেয়া হয় বলে অভিযোগ রয়েছে । চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের নগরীর রাস্তার মাথা থেকে কতিপয় ব্যক্তি মাসোহারা নিয়ে পুলিশের টোকেন দেয়। অপরদিকে রাউজানের জলিল নগর বাস ষ্টেশনের সিএনজি অটোরিক্সার লাইনম্যান ফোরকান ৫শত টাকা নিয়ে পুলিশের মাসিক টোকেন দেয় বলে একধিক সিএনজি অটোরিক্সা চালক জানায় । পুলিশের টোকেন নিয়ে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালকেরা সড়কে সিএনজি অটোরিক্সা চালানোর সময়ে সড়কে দায়িত্ব পালনকারী পুলিশ সিএনজি অটোরিক্সা আটক করলে ও চালক টোকেন দেখালে তাদেও ছেড়ে দেয় বলে জানা যায় । পুলিশকে ম,াসোহারা দিয়ে ৫শত টাকা দিয়ে টোকেন দিয়েসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি এস আই মোজ্জামেল হককে ফোন করে জানতে চাইলে, রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি এস আই মোজ্জামেল হক বলেন, গত ২৭ জুন হ্ইাওয়ে থানার ওসি বদলী হয়ে চলে যায় । আমি দায়িত্ব পালন রত অবস্থায় কোন টোকেন দিয়ে মাসোহারা নিয়ে সড়কে সিএনজি অটোরিক্সা চালককে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা চলাচল করতে দেয়নি । গত কয়েকদিনে চট্টগ্রাম রাঙ্গামাটি মাহসড়কে অভিযান চালিয়ে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা চলাচলকারী ৬০টি সিএনজি অটোরিক্সার বিরুদ্বে মামলা দেওয়া হয়েছে । চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের রাউজানের নোয়াপাড়া এলাকায় দায়িত্ব পালকারী ট্রাফিক কর্মকর্তা বজলুল হককে ফোন করে পুলিশের টোকেন বাণ্যিজ বিষয়ে জানতে চাইলে, কর্মকর্তা বজলুল হক বলেন এ বিষয়ে কিছুই জানেনা বলে জানান ।
শত শত লাইসেন্স বিহীন চালক চালাচ্ছেন সিএনজি অটোরিক্সা ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানী

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন