হাটহাজারীতে স্মরণসভায় এস.এম ফজলুল হক
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, চাকসু’র সাবেক ভিপি, মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক বলেছেন যে অঙ্গীকার নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আজ সেই অঙ্গীকার ভূলুণ্ঠিত, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা দীর্ঘ নয় মাস সংগ্রাম করে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছিলাম, আজ সেই স্বাধীন রাষ্ট্রে যে মৌলিক অধিকার মানুষ পাওয়ার কথা সেখান থেকে বঞ্চিত হচ্ছে, চিকিৎসা সেবা ভেঙে পড়েছেন, আওয়ামীলীগ বড় বড় নেতারা এসি রুমে বসে মানুষকে সান্ত্বনা দিচ্ছেন, শ্রমজীবী মানুষের ঘাম তাদের গায়ে লাগবে বলে তারা মানুষের পাশে আসছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা, অনির্বাচিত সরকারের অব্যবস্থাপনার কারণে আজ ৭৪এর পদধ্বনি শোনা যাচ্ছে। ফজলুল হক বলেন দেশ ও দলের এই সংকটময় মুহূর্তে ফরিদ আহমেদের মতো নেতাদের যখন বেশি প্রয়োজন ছিল তখন তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন ফরিদ আহমেদ। জনাব ফজলুল হক আজ হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও হাটহাজারী বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম আলহাজ্ব ফরিদ আহমেদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিএনপি নেতা ও স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল মালেক এর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ শফিউজ্জামান, একরাম হোসেন চৌধুরী সেলিম, বাদশা আলম বি.এ, হারুন-অর-রশিদ বাচ্চু, রশিদ আহমেদ বাবুল, শাফায়েতুল ইসলাম শাবাল, মুসলিম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, রবিউল ইসলাম চৌধুরী, যুবদল নেতা ইমরান হোসেন ও ছাত্রদল নেতা রহমত উল্লাহ চৌধুরীর যৌথ পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তালুকদার, আবু বক্কর সিদ্দিকী সোহেল, একরাম হোসেন সার্ভেয়ার, সরোয়ার বাবুল, মোজাহের মিয়া, সরোয়ারউল ইসলাম সুমন, মোহাম্মদ মহিউদ্দিন, মইনুল হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন মিজান, মোহাম্মদ জাবেদ মন্দাকিনী, শাহজাহান সিরাজ, মইনুল হোসেন মুন্না আশরাফ সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।। স্মরণসভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো ও ফরিদ আহমেদ সহ প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানসহ নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দেশ, জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।।