ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পেতে হলে আগে রাশিয়াকে যুদ্ধ শেষ করতে হবে। এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ন্যাটোর সদস্যপদ পেতে এখনও প্রস্তুত নয় ইউক্রেন। সিএনএনের উপস্থাপক ফরিদ জাকারিয়াকে তিনি বলেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে এখনই আলোচনা অপরিপক্ব বিষয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটোতে তার মিত্ররা অব্যাহতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে ও তার বাহিনীকে নিরাপত্তা ও অস্ত্র সরবরাহ দিয়ে যাবে। উল্লেখ্য, এক সপ্তাহের জন্য ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন। সেখানে লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং জেলেনস্কির ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে অনুরোধ নিয়ে আলোচনা হবে। এতে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জো বাইডেন বলেন, যুদ্ধের মধ্যে এখন ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিতে এর সদস্যরা সর্বসম্মতভাবে একমত হবে বলে আমার মনে হয় না।
ন্যাটোর সদস্যপদের জন্য প্রস্তুত নয় ইউক্রেন: বাইডেন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন