হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী সার্কেল এর নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এবং হাটহাজারী মডেল থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান এর সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি’র কার্যালয়ে পৃথক পৃথক সময়ে উক্ত মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আমীর হোসেন, উপ-পরিদর্শক আব্দুল গোফরান উপস্থিত ছিলেন। এছাড়া হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মো. হোসেন, সাধারণ সম্পাদক মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, দপ্তর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম শিমুল, সদস্য মো. আজিজুল ইসলাম, মো. আলাউদ্দীন এবং একেএম নাজিম প্রমুখ। মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও মহাসড়কে যানজটসহ সব অপরাধ কমে আসবে। তাছাড়া তিনি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল হাটহাজারী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার ও ২২ জুন হাটহাজারী মডেল থানার ওসি কর্মস্থলে যোগদান করেন।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি’র সাথে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন