পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু অনেকসময় তারা এমনসব কথা বলে যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল।
শনিবার (৮ জুলাই) এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে। দুই-একটি বাদে সবগুলো স্বচ্ছ নির্বাচন হয়েছে। আগামীতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল-মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।