বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অত্যন্ত আশাবাদী, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে এই অবৈধ সরকারকে পরাজিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য জনগণ তাদের বাধ্য করবে।
গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একদফার বিষয়ে কথা হয়েছে। সেই একদফা আন্দোলন কবে নাগাদ শুরু করা যায়, কবে ঘোষণা করা যায় এবং কীভাবে শুরু করা যায়- এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর আমরা অত্যন্ত আশাবাদী, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে এই অবৈধ সরকারকে পরাজিত করে আমরা তাদের এই সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে জনগণ বাধ্য করবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী, লুটেরা গণবিরোধী যে অবৈধ সরকার, যারা জোর করে সংবিধান লঙ্ঘন করে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে অন্যায় ও বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। তারা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। বিশেষ করে ভোটের অধিকার, সংগঠনের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার-সেই লুটের বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছি, ৩৬টি দল আমরা একমত হয়েছি- বিভিন্ন জোট ও দলগুলোসহ আমরা যুগপৎ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জোটের সঙ্গে বসেছিলাম। এখানে আমরা আলোচনা করেছি, রাজনৈতিক অবস্থা এবং যুপপৎ আন্দোলনের কর্মসূচি ভবিষ্যতে কী হবে। আপনারা জানেন, আমরা কিছু দফা দিয়েছিলাম। সেই দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এটাকে কীভাবে আরও কাছাকাছি আনা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এখন আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে।
অতি শিগগির যৌথ ঘোষণার মধ্যদিয়ে চূড়ান্ত আন্দোলন এবং বিজয়ের লক্ষ্যে আমাদের কাজ শুরু হবে। আর এই যুগপৎ আন্দোলনে আমরা আছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একদফা আন্দোলনে যাচ্ছি। আর দ্রুত সময়ে আমরা একদফা আন্দোলন জাতির সামনে উপস্থাপন করবো।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জোটের পক্ষে বৈঠকে গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব মো. আবদুল কাদের উপস্থিত ছিলেন।