কিছুতেই প্যারিসে মন টিকছে না কিলিয়ান এমবাপ্পের। চুক্তি নবায়নের শেষ সুযোগ হিসেবে ফরাসি ফরোয়ার্ডকে দুই সপ্তাহের ‘আলটিমেটাম’ দিয়েছে পিএসজি। এর মধ্যে মন না পাল্টালে মৌসুম শুরুর আগেই তাকে বিক্রি করে দেবে প্যারিসের দলটি। চলমান ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে এমবাপ্পেকে লোভনীয় প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।
রেকর্ডগড়া পারিশ্রমিক পেলেন। চুক্তি নবায়নে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও সুযোগ পেলেন। তবুও পিএসজি ছাড়তে চাইছেন এমবাপ্পে। চুক্তির মেয়াদ শেষেই প্যারিস ছাড়তে চান ফরাসি তারকা। এদিকে ফ্রি এজেন্ট বানিয়ে এমবাপ্পেকে ছাড়তে নারাজ পিএসজি। রিয়াল মাদ্রিদভিত্তিক গণমাধ্যম ‘রিয়াল মাদ্রিদ নিউজ’-এর খবর, কিলিয়ান এমবাপ্পেকে ৫ বছরের জন্য ভেড়াতে চাইছে লস ব্লাঙ্কোরা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছে রয়্যাল হোয়াইটরা।
বাংলাদেশি মুদ্রায় যা ৫৯১ কোটি ২৪ লক্ষ ৫৭ হাজার টাকার বেশি। বলা যায়, রিয়ালে প্রতি মৌসুমে প্রায় ৬০০ কোটি টাকা বেতন পাবেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে যা সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়বে।
পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ কিলিয়ান এমবাপ্পের। তাই তাকে পেতে মোটা অংকের রিলিজ ক্লজ খরচ করতে হবে রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সারের দাবি, এমবাপ্পের রিলিজ ক্লজ হিসেবে ১ বিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লস ব্লাঙ্কোরা। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ হাজার কোটি টাকার সমান।
গত বছর কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনা জেগেছিল। তবে শেষ মুহূর্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফরাসি তারকার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ায় পিএসজি। যেখানে একটি শর্তও ছিল। এমবাপ্পে চাইলে চুক্তিটা আরো এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেই সিদ্ধান্ত চলতি জুলাইয়ের মধ্যেই নিতে হবে এমবাপ্পেকে। তবে ফরাসি গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। নিজের ইচ্ছার কথা ক্লাবকে জানিয়ে একটা আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন তিনি।
এদিকে দলবদলের বিষয়টি এমবাপ্পের ওপরও নির্ভর করছে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, পিএসজির চাওয়া অনুসারে চলতি মৌসুমেই ক্লাব ছাড়তে হলে শর্ত দিয়েছেন ফরাসি স্টার। ক্ষতিপূরণের অর্থ পেলেই চলতি মৌসুমে ক্লাব ছাড়বেন তিনি। গত বছর হওয়া চুক্তি অনুযায়ী ৫ কোটি ইউরোর বেতন এবং আনুগত্যের বোনাস (বেতন ৬ কোটি ও বোনাস ৯ কোটি ইউরো) পাবেন এমবাপ্পে। ২০২৪ সালে ফ্রি এজেন্ট হিসেবে হিসেবে নতুন দলে গেলে তাদের কাছ থেকে ট্রান্সফার বোনাস হিসেবে এ টাকা নেয়ার পরিকল্পনা ছিল এমবাপ্পের। কিন্তু যদি মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে হয় তাহলে এখনই ক্ষতিপূরণের পুরো টাকা চান বিশ্বকাপজয়ী এই তারকা।
২০১৭ সাল থেকে এমবাপ্পেকে ভেড়ানোর চেষ্টায় রয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই পিএসজির সঙ্গে দরকষাকষি করেছে রিয়াল।