১৪ বছর পর এবারের সাফে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা কুয়েতকে হারাতে না পারলেও সমানে সমান লড়াই করেছিল জামাল ভূইয়ার দল। সেই লড়াইয়ে সবচেয়ে বড় নায়ক ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। শুধু সেমিফাইনাল নয় পুরো আসর জুড়েই গোলপোস্টের নিচে দুর্দান্ত জিকোর দেখা মিলেছে। এরকম পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। এবারের সাফে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জিকো।
কুয়েতের বিপক্ষে দুই অর্ধ মিলে একা জিকো যেন গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাড়িয়ে ছিলেন। একাধিকবার চেষ্টা করেও সেই প্রাচীর ভেদ করতে পারছিল না কুয়েত। ম্যাচের ১০৭ মিনিটে ডিফেন্ডারের ভুলে গোল হজম করার আগ পর্যন্ত ম্যাচে সব আলো ছিল জিকোর দিকে।
তবে পরিসংখ্যান অবশ্য জিকোর বিপক্ষে। পুরো আসরে একটিও ক্লিনশিট নেই। সেমিফাইনালে ওঠা চার গোলরক্ষকের মধ্যে জিকোই আসরে সবচেয়ে বেশি গোল হজম করেছেন।
তবে এই সাধারণ পরিসংখ্যান ফুটিয়ে তুলতে পারছে না তার পারফরম্যান্সকে। পরিসংখ্যান বিপক্ষে থাকলেও জিকোর পারফরম্যান্স এতটাই অসাধারণ যে, তাকেই বেছে নিতে হয়েছে সেরা হিসেবে।
পাঁচ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা সুনিল ছেত্রি। আসরের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও উঠেছে ভারতের এই অধিনায়কের হাতে।