ঈদুল আজহায় ভক্তদের জন্য চমক দেখিয়েছেন ঢাকাই অভিনেত্রী শবনম বুবলী। একসঙ্গে ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন তিনি। তবে অভিনয় দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অনেকের মতে, ‘প্রহেলিকা’য় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন তিনি। ঈদের ছবি হিসেবে ‘সুড়ঙ্গ’ আর ‘প্রিয়তমা’ দাপট দেখাচ্ছে। তবে পিছিয়ে নেই অন্য ছবিগুলোও। নিজ নিজ অবস্থানে সেগুলোও দর্শককে আকৃষ্ট করছে। এমনকি বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’র শো হাউসফুল যাচ্ছে। দর্শকের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত বুবলী।
অভিনেত্রী জানান, ভীষণ ভালো লাগছে। এই যে বৃষ্টি, ঝড়, পানি জমে যাচ্ছে রাস্তায়।
এরপরও মানুষ হলে ছবি দেখতে আসছেন। আমার মুক্তি পাওয়া দু’টো সিনেমাই দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করেছেন। শোগুলো যেভাবে হাউসফুল যাচ্ছে, এজন্য আমি দর্শকের প্রতি কৃতজ্ঞ। দর্শকের মুখে মুখেই কিন্তু সিনেমা ছড়িয়ে যায়। কানায় কানায় পূর্ণ দর্শক, বাইরে লাইন ধরে আছে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে তো বটে, অতিক্রমও করেছে। আমি একটু চিন্তায় ছিলাম, কারণ ঈদের দিন থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টি। কিন্তু বাংলা সিনেমার দর্শকরা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে।