আজ ৫ জুন বুধবার বিকেল ৪টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ১৯৮৩ থেকে ১৯৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র-গণ-আন্দোলন, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ত্যাগী সংগঠক ও পুরোধা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনের জীবন ও কর্ম নিয়ে খড়িমাটি থেকে প্রকাশিত শাহরিয়ার খালেদ সম্পাদিত ‘অদম্য এক মনোয়ার হোসেন’ শীর্ষক সম্মাননা গ্রন্থের “দ্বিতীয় সংস্করণ” এর প্রকাশনা অনুষ্ঠান।
চট্টগ্রাম নাগরিক ফোরাম আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য খ্যাতিমান সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।
এতে বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।