চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২ জুন মারা গেলে আসনটি শূন্য হয়।
এরপর উপনির্বাচনে অংশ নিতে ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত করা হয়।
মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম নগর যুবলীগ ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি।