মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) রাত ৯টার সময় তাদের মরদেহ উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। মারা যাওয়া পর্যটকরা হলো চট্টগ্রাম শহরের আকবরশাহ থানার ৯নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনীর মোহাম্মদ জামিলের পুত্র মো. আফসার (১৬) ও একই এলাকার মৃত সুরুজ মিয়ার পুত্র মো. আরিফ (১৯)। আফসার চট্টগ্রাম শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও আরিফ ডেকোরেশান দোকানের কর্মচারী। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঝরনার কূপ থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে। আফসার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান জানান, রোববার সকালে আমরা ৯ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। বিকেল সাড়ে ৩টায় আফছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকেট কাউন্টারে অবহিত করার পর উনারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝরনার কূপ থেকে থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনার কূপের মধ্যে দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে দুই পর্যটকের মরহেদ উদ্ধার করেছি। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে তারা সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, ৯৯৯ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ঝরনার ১৫ ফুট গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত দেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাইয়ে ঝরনার কূপে ডুবে দুই বন্ধুর মৃত্যু, অপমৃত্যু মামলা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন