অপেক্ষার পালা শেষ! ২০০৯ সালে সর্বশেষ সাফের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ১৪ বছরের অপেক্ষা শেষ হলো ১৪ মিনিটের ঝড়ে। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে সমীকরণটা সহজই ছিল বাংলাদেশের। জয়, ড্র বা ১ গোলের ব্যবধানে হারও জামালদের পৌঁছে দিতো সেমিতে। তবে ম্যাচের শুরুতে ভুটানের গোল কিছুটা হলেও শঙ্কা জাগায় অঘটনের!
তবে এরপর ২২ থেকে ৩৬ মিনিটের মধ্যে টানা তিন গোল করে সব শঙ্কা উড়িয়ে সেমিফাইনালের পথ সুগম করে বাংলাদেশ। প্রথমার্ধে দুই দল মিলে চার গোল করলেও দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ভুটানকে ১-৩ গোলের ব্যবধানে হারিয়ে সাফের শেষ চার নিশ্চিত করলো বাংলাদেশ। সেমিফাইনালে হাভিয়ের কাবরেরোর দলের প্রতিপক্ষ ‘এ’ দলের চ্যাম্পিয়ন কুয়েত।
প্রথমার্ধে দাপট বাংলাদেশের, শেষ হচ্ছে ১৪ বছরের অপেক্ষার
জয় কিংবা ড্র বা এক গোলের ব্যবধানে হারও বাংলাদেশকে পৌঁছে দিতো চলতি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ম্যাচেই কিনা শুরুতেই পিছিয়ে পড়ে তারা। তবে পিছিয়ে পড়েই যেন নিজেদের খুঁজে পেলো জামালরা।
প্রথমার্ধে শেষ আধঘণ্টা ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ। ৩-১ গোলে গিয়ে থেকে বিরতিতে গেছে কাবরেরোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে কোনো অঘটন না ঘটলে ২০০৯ সালের পর সাফের সেমিফাইনালে উঠছে বাংলাদেশ।
এবার রাকিবের গোল, সেমিফাইনালের পথে বাংলাদেশ
একটু আগেই গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রাকিব হোসেন। তবে সেটার প্রায়শ্চিত্ত করতে দেরী করেননি তিনি। একা বলে নিয়ে ভুটানের বক্সে ঢুকে প্রায় শূন্য এঙ্গেল থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রাকিব। বাংলাদেশ এগিয়ে গেলো ৩-১ গোলের ব্যবধানে। ১৪ বছর পর সাফের সেমিফাইনাল খেলার পথে আরও একধাপ এগিয়ে গেলো হাভিয়ের কাবরেরোর শিষ্যরা।
ভাগ্যের ছোঁয়ায় লিড বাংলাদেশের, উঁকি দিচ্ছে সেমিফাইনাল
শুরুতেই পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফেরার পর এবার লিডও পেয়ে গেলো। লিডটা অবশ্য এসেছে কিছুটা ভাগ্যের সহায়তায়। বা পাশ থেকে আসা বল রিসিভ করার চেষ্টা করেন রাকিব হোসেন। সেটা তিনি না পারলেও তার পায়ে লেগে ভুটানের ডিফেন্ডারের এক ফুটবলারের গায়ে লেগে বল ঢুকে যায় জালে। লিডের সঙ্গে বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছে ১৪ বছর সাফের সেমিফাইনালে খেলার সম্ভাবনা।
মোরসালিনের দুর্দান্ত গোলে সমতায় ফিরলো বাংলাদেশ
ভুটানের বিপক্ষে সেমিফাইনালে ওঠার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটানের দাপট গোল হজম আর একের পর এক আক্রমণে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল জামালরা। তবে ম্যাচের ২১তম যাদুকরী এক গোলে বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন।
ভুটানের বক্সের উপর থেকে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন মোরসালিন। এর আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষেও গোল করেছিলেন বাংলাদেশের এই নম্বর সেভেন।
গোল হজম করে পিছিয়ে পড়লো বাংলাদেশ
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরু থেকেই ভুটানের দাপটে কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। একের পর আক্রমণ করা ভুটানের ফল পেতেও দেরী হয়নি। ম্যাচের দ্বাদশ মিনিটেই লিড পেয়ে গেছে ভুটান।
বাংলাদেশের বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন ভুটানের তাসেন্দ্রা দর্জি। ফুল লেন্থ ডাইভ দিয়েও বলের নাগাল পাননি বাংলাদেশি গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
এই ম্যাচে ড্র বা ১-০ গোলের হারও বাংলাদেশকে নিয়ে যাবে সেমিফাইনালে। তবে ১ এর বেশি গোলে ব্যবধানে হারলে সেমির আশা ভেঙে যাবে জামালদের।