ঈদে বাড়ি ফেরার সুযোগ না পেয়ে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুটের কুমিরা ঘাটের কাউন্টারে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। কাউন্টারে হামলার অভিযোগে পর্যন্ত ৯ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (২৮ জুন) বিকাল চারটার দিকে সীতাকুন্ড উপজেলার কুমিরা ফেরি ঘাটে এই ঘটনা ঘটে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বৈরি আবহাওয়ার কারণে কোনো নৌযান ছাড়ছে না।
এটাকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল তরুণ ভাঙচুর করেছে। তারা কাউন্টারের ক্যাশও লুট করেছে। সিসিটিভি ভেঙেছে। ভাঙচুরের আগের যতটুকু ফুটেজ আছে তা দেখে দেখে আমরা ৯ জনকে হেফাজতে নিয়েছি।
জেলা পরিষদের ইজারাদারের পক্ষে ঘাটের কার্যক্রম পরিচালনা করা ব্যক্তিদের একজন জগলুল হাসান নয়ন। তিনি বলেন, চার নম্বর সতর্কতা সংকেতের মধ্যেই শিপ এক ট্রিপ যাত্রী নিয়ে সন্দ্বীপে যায়। পরে তারা আর ট্রিপ পরিচালনা করতে রাজি হয়নি। এই ঘোষণা দিতেই যাত্রীরা হামলা চালায়। পরে পুলিশ এসে কয়েকজনকে আটক করেছে।
তবে কারও ওপর হামলা হয়নি বলে দাবি করেন জগলুল হাসান নয়ন।