শফিউল আলম, রাউজান প্রতিনিধি: সনাতন ধর্মের জগৎ শ্রষ্টা শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮জুন বুধবার রাউজানের বিভিন্ন স্থানে ও মহা সড়কে উল্টো রথ যাত্রার র্যালী বের করা হয় জগন্নাথ মন্দির গুলোর পক্ষ থেকে। ২০জুন ছিল জগন্নাথ দেবের রথ যাত্র উৎসব। সনাতন ধর্মীয় মতে প্রতি বছর রথ যাত্রার দিন হতে নয়দিন ব্যাপী পিসির বাড়িতে থাকেন জগন্নাথ দেবদেবী। সেখানে নয়দিন ব্যাপী চলে হরি নাম সংকীর্ত্তন ও ভোগ আরতি মাধ্যমে জাগ্রত হয় দেবতাকূল। জানা যায়, উপজেলায় সব চেয়ে বড় উল্টো রথ যাত্রার র্যালী বের হয় রাউজান জলিল নগর শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে। বটতল দাশপাড়া হতে জগন্নাথ দেবদেবীকে রথের উটিয়ে র্যালী সহকাওে চট্টগ্রাম-রাঙ্গামটি মহাসড়কে প্রদক্ষিণ শেষে জগন্নাথ দেবালয়ে গমন করেন। এই রথ যাত্রায় নেতৃত্ব দেন রাউজান জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক টিপু কান্তি দে। এছাড়া দায়ের ঘাটাস্থ জগন্নাথ মন্দির থেকে কুন্ডেশ^রী ঔষধালয় লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন রাজিব সিংহের নেতৃত্বে উল্টো রথ যাত্রা বের হয় একই সড়কে। অপরদিকে ছিটিয়াপাড়া জগন্নাথ মন্দির, ডাবুয়া জগন্নাথ দেবালয়, বিনাজুরী জগন্নাথ মন্দির, নোয়াপাড়া জগন্নাথ মন্দিও ও উনসত্তর পাড়ার জগন্নাথ মন্দিরের উদ্যোগে উল্টো রথ যাত্রার র্যালীর আয়োজন করা হয়। রথ যাত্রায় শত শত নর-নারী অংশ গ্রহণ করেন। তাদের বিশ^াস রথ যাত্রায় অংশ নিলে জগন্নাথ দেবের আর্শিবাদে ইহকাল ও পরকালে সুখ, শান্তি বয়ে আনে।
ইহকাল ও পরকাল সুখ শান্তির জন্য প্রার্থনা জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন