সড়কে কেউ কোনো বিপদে পড়লে তা হাইওয়ে পুলিশকে দ্রুত জানাতে চালু হয়েছে ‘হ্যালো এইচপি’ নামে একটি অ্যাপ। এরমাধ্যমে জরুরি সাহায্যের বোতাম চাপলেই নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিম সহযোগিতার জন্য ছুটে আসবে।
এর আগে গত ১১ জুন ‘হ্যালো এইচপি’ অ্যাপ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, এ অ্যাপে রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, ব্রিজের টোলহারসহ বিভিন্ন তথ্য আছে।
বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ (Hello HP) ডাউনলোড করে ব্যববহার করা যাচ্ছে।
হাইওয়ে পুলিশ দেশের ২ হাজার ৯৯১ কিলোমিটার মহাসড়কে কাজ করে। মানুষের চলাচলের মান উন্নয়ন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে আনা, চালক-হেলপারসহ সড়ক ব্যবহারকারীদের দুর্ঘটনা রোধে সচেতন করতে এই অ্যাপ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মত সবার।
এ ছাড়া মহাসড়কের সব অনিয়ম ও বিশৃঙ্খলা বন্ধ করার পাশাপাশি যানজট, দুর্ঘটনা হ্রাস করে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে হাইওয়ে পুলিশে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।