রাউজান সাংবাদিক পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বর্তমান কমিটিতে নির্বাচিত রাউজানের সাংবাদিকদের সংবর্ধনা আগামী জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকেলে দৈনিক পূর্বকোণের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে নির্বাহী কমিটি ও অনুষ্ঠান উৎযাপন উপ কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের নব নির্বাচিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ সভাপতি ডেইজি মওদুদ, অভিষেক ও সংবর্ধনা উৎযাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক ও সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ক্রীড়া সংগঠক ও দৈনিক দেশ বর্তমানের স্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া দেবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, বাংলা নিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রুম্মান ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য রাউজান সাংবাদিক পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম।
কমিটির সহ-সভাপতি হয়েছেন ডেইজী মউদুদ, যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিডিনিউজের স্টাফ রিপোর্টার মিঠুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক সময় টিভির সিনিয়র রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, দপ্তর ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বাংলা নিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশ বর্তমানের ষ্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া দেবু। তাছাড়া নির্বাহী সদস্য হয়েছেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, এটিএন বাংলার মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক খোরশেদুল আলম শামীম ও দেশ টিভির ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজ।
এই সভায় বিভিন্ন দিক নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, কামরুল হাসান বাদল, মোহাম্মদ জহির, হেলাল উদ্দিন সিকদার, মোরশেদ হোসেন চৌধুরী, সুজন ঘোষ, সনজীব দেব বাবু, অমিত দাশ, রুমন ভট্টাচার্য প্রমুখ। সভায় সংগঠনের গঠনতন্ত্র তৈরিসহ সাংগঠনিক পরিকল্পনা গ্রহণসহ অন্যান্য কার্যক্রম আলোচনার পর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।