নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে অংশ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এই অনুষ্ঠানে অংশ নিয়ে গান গেয়ে দর্শকদের তোপের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা। স্থানীয় সময় রবিবার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নিয়েছিলেন জায়েদ খানসহ একঝাঁক বাংলাদেশি তারকা। এরমধ্যে এবারের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের আসরে জায়েদ খানের পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানের শেষের দিকে উপস্থাপক সাজু খাদেম চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডেকে নেন। এসময় দর্শকরা ‘ভুয়া…ভুয়া’ বলে চিৎকার শুরু করে। দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ। যদিও তার আগে গানও শোনান এ নায়ক। শেষে আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকের উদ্দেশে বলেন, অতিথিদের সম্মান করতে হয়।
যাঁরা জায়েদ খানের পারফরম্যান্স দেখতে চান, তাঁরা আগামী দিনে ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন।