আত্মবিশ্বাস ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। ভুটান ম্যাচের আগে সে কথা স্মরণ করিয়ে দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কোনো ছাড় নয়, ভুটানকে হারিয়েই শীর্ষ চারে যেতে চায় বাংলাদেশ। এদিকে এখনো নিশ্চিত নয় ইনজুরি আক্রান্ত তারিক কাজীর ভবিষ্যৎ। পর্বেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ম্যানেজার আমের খান।
নির্ভার টিম বাংলাদেশ। অনুশীলনে সে ছাপ স্পষ্ট। এদিন দুই ভাগে বিভক্ত হয়ে গা গরম করেছেন তারা। জাতীয় দলের মূল একাদশের ফুটবলাররা সীমাবদ্ধ ছিলেন শুধু ওয়ার্ম আপেই। তবে যারা বদলি খেলেন তাদের পেছনে বেশ সময় ব্যয় করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
ইয়ংস্টার মোরসালিনকে নিয়ে আলাদা কাজ করেছেন সহকারী কোচ ডেভিড গোমেজ। মালদ্বীপ ম্যাচে তার সক্ষমতা দেখেছে সাফ। সবার চোখে মুখেই আত্মবিশ্বাস। তবে জামাল সাবধান করলেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হতে।
মঙ্গলবার (২৭ জুন) সময় সংবাদকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘লেবানন একটু ক্লান্ত ছিল। ওই সময় আমাদের খেলোয়াড়রা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। যার কারণে আমরা দুটি ভুল করেছি। সুতরাং, অতিরিক্ত আত্মবিশ্বাস খুবই বিপজ্জনক। আত্মবিশ্বাস থাকা ভালো, তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’
সাফের শীর্ষ চার নিশ্চিত করতে হলে ভুটানের বিপক্ষে জয় তুলে নিতে হবে। তবে গ্রুপের অন্য ম্যাচে মালদ্বীপ হেরে গেলে এই তিন পয়েন্টেই যথেষ্ট। গোলের কিছু হিসেব নিকেশ থাকলেও সেই জটিল সমীকরণে যেতে চায় না টিম বাংলাদেশ।
গোলরক্ষক জিকো জোর দিয়ে বলেন, ‘আমাদের সেমিফাইনাল খেলার আশা আছে। যে করে হোক, পরের ম্যাচটা জিততে হবে আমাদের।’
মালদ্বীপ ম্যাচ ছিটকে দিয়েছে তারিক কাজীকে। ইনজুিরর জন্য এই সেন্ট্রাল ব্যাক এদিন অনুপস্থিত ছিলেন অনুশীলনে। ভুটানের আগে তিনি ফিট হয়ে উঠবেন কিনা তা নিশ্চিত হয়নি এখনো। তবে কাজী খুব করেই চাইছেন ম্যাচের অংশ হতে।
তারিকের বিষয়ে বিস্তারিত জানিয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘তার (তারিক) এক্সরে করা হয়েছে। সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছে। তার তেমন কোনো ব্যথা নেই। সে চেয়েছিল এখানে এসে অনুশীলন করতে। কিন্তু আমরা তাকে বিশ্রামে থাকতে বলেছি।’
বাংলাদেশ এদিন অনুশীলন শেষ করেছে নির্ধারিত সময়ের আগেই। ফুটবলারদের স্ট্রেস ফ্রি রাখতে ব্যবস্থা নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে বুধবার ((২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।