নিজের জন্মদিন উদযাপনে আর্জেন্টাইন সুপারস্টার ফিরে গিয়েছিলেন নিজ শহরে। সেখানে একটি প্রদর্শনী ম্যাচেও অংশ নেন লিওনেল মেসি। ম্যাচটিতে করেন হ্যাটট্রিক গোল। যা মেসি ভক্তদের জন্য আরও বিশেষ বার্তা নিয়ে এসেছে।
শনিবার (২৪ জুন) আর্জেন্টিনার রোজারিওতে স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। সেখানে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন বিশ্বকাপজয়ী তারকা মেসি। ম্যাচটিতে নিউয়েল’স ওল্ড বয়েজ লিজেন্ডসের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক গোল করেন মেসি। ম্যাচটিতে ৭-৫ গোলে জয় পায় নিউয়েল’স ওল্ড বয়েজ।
এই ম্যাচটি আরও একটি কারণে বিশেষ ছিল। এ দিন ফুটবলকে বিদায় জানান নিউয়েল’স কিংবদন্তি ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজ। তাতে রদ্রিগেজের বিদায়ী ম্যাচ ও মেসির জন্মদিনে বিয়েলসা স্টেডিয়ামে একটি বিশেষ মাত্রা যুক্ত করে। সেখানে রদ্রিগেজকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও দেখানো হয়। আতশবাজি ও আলোর খেলায় গোটা স্টেডিয়াম এক মোহনীয় রূপ ধারণ করে।
খেলা শেষে মেসি বলেন, ‘রদ্রিগেজের প্রতি শ্রদ্ধা জানাতে সকলে এখানে এসেছেন। এই সুন্দর দিনে তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। আমি বলতে চাই এই দিনটি শুধুই রদ্রিগেজের।’
নিজের জন্মদিন নিয়ে আর্জেন্টাইন সেনসেশন বলেন, ‘আমি রোজারিওতে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করি। বিশ্বকাপের পরে এটিই আমার জন্মদিন। একটি বিশেষ জন্মদিন। এর আগে কখনও এমন অনুভূতি পাইনি, যা এবার পাচ্ছি।’