ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন কিছুতেই থামছে না। ২০২১ সালে যাই যাই করেও শেষ পর্যন্ত রিয়ালে যাওয়া হয়নি তার। অনেকে তো বলেন, রিয়ালের সঙ্গে শুধু স্বাক্ষর করাই বাকি ছিল তার। তবে সেটা না করে পিএসজিতেই অভাবনীয় চুক্তি নবায়ন করেন এমবাপে।
এমবাপে পিএসজিতে গত দুই বছর লিওনেল মেসিকে সতীর্থ হিসেবে পেয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পাড় ভক্ত এমবাপের গত দুই বছরে মেসির সঙ্গে বেশ ভালো ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়েছে। তাইতো ক্লাব ছাড়ার আগে ভবিষ্যৎ নিয়ে এমবাপেকে পরামর্শও দিয়ে এসেছেন মেসি।
ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এমবাপেকে পিএসজি ছেড়ে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে বেছে নিতে বলেছেন। মেসি বলেন, ‘আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’
শুধু মেসি নয় এমবাপের মা ফাইজার চাওয়া, ছেলে দ্রুত পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিক। ছেলেকে রিয়ালে দেখার ইচ্ছা তাঁর আগে থেকেই ছিল।
এমবাপেরও ছোটবেলার স্বপ্ন রিয়ালের হয়ে খেলা। ইতিমধ্যে চলতি মৌসুম শেষে পিএসজিকে ২০২৪ সালের পর চুক্তি নবায়ন না করার চিঠি পাঠিয়েছেন এমবাপে।
২০২১ সালে রিয়ালে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন এমবাপে। এর ফলে তার উপর নানাবিধ চাপও আসে। গুঞ্জন আছে, এমবাপেকে পিএসজিতে রাখতে স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও অনুরোধ করেছিলেন।
তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন! চুক্তি নবায়ন না করলে এই মৌসুমেই এমবাপেকে বিক্রি করে দিতে পারে পিএসজি। কারণ, চুক্তির মেয়াদ শেষে এমবাপে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। এই ফরাসি তারকাকে কোনোভাবেই ফ্রিতে যেতে দিয়ে চায় না পিএসজি।
ফলে সামনের মৌসুমেই হয়তো এমবাপেকে দেখা যেতে পারে সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে এমবাপে যেখানেই যাক, সেখানে মা ফাইজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।