ইতিহাসের দ্বারপ্রান্তে ছিল এএস রোমা। ইতালিয়ান দলটিকে প্রথম ইউরোপা লীগ শিরোপা জেতানোর অপেক্ষায় ছিলেন কোচ হোসে মরিনহো। তবে প্রত্যাশা পূরণ হয়নি। সেভিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন চূর্ণ হয় মরিনহো এবং রোমার। ট্রফি বঞ্চিত হয়ে ম্যাচ শেষে ‘পক্ষপাতী রেফারিং’ নিয়ে ক্ষোভ ঝেরেছিলেন রোমা কোচ। ম্যাচের পর রেফারিকে গালিগালাজ করারও অভিযোগ উঠেছিল মরিনহোর বিরুদ্ধে। ঘটনার সত্যতা পাওয়ায় ফুটবলের ‘দ্য স্পেশাল ওয়ান’কে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
বুধবার হোসে মরিনহোকে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক উয়েফা। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, রেফারিকে গালমন্দ করে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এএস রোমা কোচ হোসে মরিনহো। ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগামী ৪ ম্যাচে রোমার ডাগআউটে দাঁড়াতে পারবেন না পর্তুগিজ কোচ।
গত ৩১শে মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় সেভিয়া-এএস রোমার মধ্যকার ইউরোপা লীগের ফাইনাল ম্যাচের নির্ধারিত এবং অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে রোমাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে সেভিয়া।
৪০টি ফাউলের সেই ম্যাচে মোট ১৪টি হলুদ কার্ড দেখান রেফারি অ্যান্থনি টেইলর, ইউরোপা লীগের কোনো ম্যাচে যা সর্বোচ্চ। তাছাড়া হলুদ কার্ডপ্রাপ্ত বেশিরভাগ খেলোয়াড়ই ছিল রোমার। এমনকি দলটির কোচ মরিনহোকেও কার্ড দেখান রেফারি অ্যান্থনি।
ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং লটে রেফারি অ্যান্থনির সঙ্গে দেখা হয়ে যায় রোমা কোচ মরিনহোর। সে সময় অ্যান্থনিকে গালি দিয়ে পর্তুগিজ কোচ বলতে থাকেন, ‘তুমি একটা মর্যাদাহীন লোক, তুমি একটা মর্যাদাহীন লোক।’ ম্যাচ শেষে মুভিস্টারকে দেয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছিলেন, ‘রেফারিকে দেখে স্প্যানিশ মনে হয়েছে। একের পর এক হলুদ কার্ড দেখিয়ে চলেছিলেন তিনি। আমাদের ম্যাচে রেফারির এমন প্রভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, নতুন কিছুই নয়। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে তা আশা করিনি।’
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, অ্যান্থনি টেইলরকে গালি দিয়ে উয়েফার শৃঙ্খলাবিধির ৫৫ অনুচ্ছেদের অবমাননা করেন হোসে মরিনহো। তার ভিত্তিতেই পর্তুগিজ কোচকে নিষেধাজ্ঞা আরোপ করেছে উয়েফার এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি)।
শুধু মরিনহো নয়, এএস রোমাকেও শাস্তি দিয়েছে উয়েফা। ফাইনালে আতশবাজি, খেলোয়াড়দের আঘাতের উদ্দেশে বিভিন্ন জিনিস ছুড়েছিল রোমার সমর্থকরা। এই অপরাধে রোমাকে ৫০ হাজার ইউরো অর্থ জরিমানা করেছে উয়েফা। তাছাড়া ইউরোপা লীগে নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের কোনো টিকিট বিক্রি করতে পারবে না রোমা।